মঙ্গলবার, সেপ্টেম্বর ১০, ২০২৪

বকশীগঞ্জে খাদ্য বান্ধব প্রকল্পের মতবিনিময় সভা

বকশীগঞ্জ প্রতিনিধিঃ রাহিন রায়হান হোসেন

বাংলাদেশ আওয়ামী লীগ বকশীগঞ্জ উপজেলা শাখার বাট্টাজোড় ইউনিয়নের আয়োজনে খাদ্য বান্ধব কর্মসূচির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের বাংলাদেশ আওয়ামী লীগ বকশীগঞ্জ উপজেলা শাখার মতবিনিময় সভা হয়। ২৪ শে অক্টোবর (মঙ্গলবার) বেলা ১১টায় বাট্টা জোড় ইউনিয়নের নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে “শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ”এই প্রতিপাদ্য কে সামনে রেখে খাদ্য বান্ধব কর্মসূচির ১০ টাকা মূল্যের চাউলের কার্ড ধারীদের নিয়ে উক্ত মতবিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব শাহিনা বেগম, সংগ্রামী (সভাপতি) বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ। তিনি তার বক্তব্যে এই সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো নিয়ে আলাপ আলোচনা করেন। উপস্থিত ছিলেন জনাব সাখাওয়াত হোসেন সাকা (সহ সভাপতি) বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ। জনাব আগা সাইয়ুম (যুগ্ম সাধারণ সম্পাদক) বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ। সভাপতির দায়িত্বে ছিলেন, জনাব আব্দুল মান্নান (ভারপ্রাপ্ত সভাপতি) বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ বাট্টাজোড় ইউনিয়ন। জাহিদুল ইসলাম অপু (কৃষক লীগ সভাপতি)। আরো উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলা ও বাটাজোর ইউনিয়নের আওয়ামীলীগ শাখার সকল নেতাকর্মীও নেতৃবৃন্দ। অনুষ্ঠানটির সার্বিক সঞ্চালনায় ছিলেন, আবুল হাশেম (সেক্রেটারি) বাট্টাজোড় ইউনিয়ন আওয়ামী লীগ শাখা।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

সর্বশেষ