শনিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৪

বিসর্জনের মধ্যে দিয়ে বান্দরবানে শেষ হলো দুর্গা পূজা

শুভ তংচংগ্যা, বান্দরবান

বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে বান্দরবানে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের পাঁচ দিনব্যাপী দুর্গা পূজা।

আজ দুপুর থেকে প্রতিমা বিসর্জন শুরু হয়। বেলা দুইটা দিকে বান্দরবানে সাঙ্গু নদীর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে বান্দরবানে দেবীকে বিদায় জানানোর আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর একের পর এক বিভিন্ন মণ্ডপ থেকে ঘাটে প্রতিমা আসতে থাকে বিসর্জনের জন্য।

আজ (মঙ্গলবার) সকাল ৯টা ৪৫ মিনিটের মধ্যে বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় দুর্গা মন্দিরে দুর্গাপূজা দশমী পূজার মূল আনুষ্ঠানিকতা বা দর্পণ বিসর্জন হয়। সকাল ৬টা ৪৫ মিনিট পর শ্রী শ্রী দেবীর দশমীবিহিত পূজারম্ভ প্রতিমা-নিরঞ্জন ও শান্তির জল প্রদান করা হয়। এসময় পুষ্পাঞ্জলি প্রদান করেন বান্দরবান কেন্দ্রীয় মন্দিরের পুরোহিত রাহুল চক্রবর্ত্তী ।

পুষ্পাঞ্জলি শেষে সনাতন ধর্মালম্বীরা একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করেন । এদিকে মণ্ডপে মণ্ডপে চলে ঢাক-ঢোল ও ধর্মীয় আরতি, ধুপ আর মোমাবাতির আলোয় আলোকিত হয়ে ওঠে পুরো পূজা মণ্ডপ। এদিকে বেলা গড়াতে গড়াতে জেলা উপজেলার মন্দিরগুলোর প্রতিমা সাঙ্গু নদীতে বিসর্জন দেওয়া হয়।

বিসর্জনের সময় যেকোনো পরিস্থিতি মোকাবেলায় পুলিশের পাশাপাশি বিসর্জন ঘাটে কোস্টগার্ড, ফায়ার সার্ভিসের সদস্যরা প্রস্তুত ছিলেন। একটি মণ্ডপের প্রতিমা বিসর্জনে ঘাটে নেয়ার পর ভক্তরা শেষবারের মতো ধূপধুনো নিয়ে আরতি করেন। শেষে পুরোহিতের মন্ত্রপাঠের মধ্য দিয়ে দেবীকে নৌকায় তুলে বিসর্জন দেয়া হয়।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

সর্বশেষ