বুধবার, জুলাই ১৭, ২০২৪

পাঁচবিবিতে পূজা মন্ডপ পরিদর্শনে  ওসি জাহিদুল হক  

যা যা মিস করেছেন

মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট সংবাদদাতাঃ
 জয়পুরহাটের পাঁচবিবিতে সাজ সাজ রবে উৎসব  মুখর পরিবেশে  দুর্গোৎসব অনুষ্ঠিত  হচ্ছে । পুজার সার্বিক পরিবেশ   দেখার  জন্য  প্রতি দিনের মত  ২২ অক্টোবর  রবিবার  পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল হক  উপজেলার বিভিন্ন পুজা মন্ডপের  আইন শৃঙ্খলা সহ সার্বিক  পরিবেশ  পরিদর্শন করেন । এদিন দুপুরে তিনি  কেন্দ্রীয় বারোয়ারী  মন্দির ও গোপালপুর  পুজা মন্ডপ পরিদর্শন করেন ।
   পুজা মন্ডপের পরিবেশ সুন্দর  ও উৎসব মুখর রাখতে তিনি পুজা উদযাপন কমিটির  নেতৃবৃন্দ, ভক্ত ও দর্শনার্থীদের  সাথে কথা বলেন । এসময়  তিনি  আইন শৃঙ্খলা  রক্ষায়  নিয়োজিত  আনসার ভিডিপি সদস্যদেকে  বিভিন্ন  দিক নির্দেশনা  প্রদান করেন । এর পাশাপাশি কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে   স্বেচ্ছাসেবকদেরকেও  দায়িত্ব পালনে আহবান করেন ।
সনাতন ধর্মাল্বীদের সর্ববৃহৎ  ধর্মীয় পুজা অর্চনা শারদীয় দূর্গা পূজা গত শুক্রবার ষষ্ঠী  পূজার   মধ্য দিয়ে শুরু হয়েছে। এবার পাঁচবিবিতে ৭৩টি  পূজা মন্ডপে  উৎসব  মুখর  পরিবেশে  অনুষ্ঠিত হচ্ছে । হিন্দ ধর্মাবলম্বীদের সার্বজনীন  এ পুজায়  প্রতিদিন  অসংখ্য ভক্ত  ও অনুরাগীরা দল বেঁধে পূজা মন্ডপ গুলোতে উপস্থিত হয়ে পূজা অর্চনা সহ আরতিতে অংশ গ্রহণ করছে। মন্ডপ এলাকায়  বিরাজ করছে  উৎবের আমেজ ।
ওসি জাহিদুল হক  বলেন, আবহমান কাল থেকে চলে আসছে  হিন্দু ধর্মালম্বীদের সর্ববৃহৎ  ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা । সাম্প্রদায়িক সম্প্রীতি  বজায় রেখে, পর ধর্মের প্রতি সম্মান দেখিয়ে সকল ধর্মের আচার অনুষ্ঠান পালনে সকলকে সহযোগিতার আহবান জানান । এব্যাপারে জয়পুরহাটের সুযোগ্য পুলিশ সুপার  নুরে আলম সার্বক্ষণিক  খোঁজ খবর রাখছেন বলেও তিনি জানান।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security