সোমবার, নভেম্বর ২৭, ২০২৩

কমলগঞ্জে গাছের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

যা যা মিস করেছেন

কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ

মৌলভীবাজারের কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে সুশেন্দ্র দেবনাথ (৫২) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শনিবার(২১অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের হীড বাংলাদেশ নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুশেন্দ্র দেবনাথ উপজেলার আলীনগর ইউনিয়নের যোগীবিল গ্রামের মৃত পরেশ দেবনাথের ছেলে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের হীড বাংলাদেশের সামনে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে সুশেন্দ্র দেবনাথ গুরুতর আহত হন।পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে কমলগঞ্জ হাসপাতালে নিয়ে যান।তার অবস্থ্যার অবনতপ হলে দ্রুত মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
সুশেন্দ্র দেবনাথ একটি বেসরকারি এনজিও সংস্থায় চাকরি করতেন বলে জানাযায়।কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ