রুহুল আমিন, ডিমলা(নীলফামারী)

হেমন্তের শুরুতেই নীলফামারীর ডিমলায় শীতের আমেজ শুরু হয়েছে। ইতিমধ্যে তাপমাত্রা কমতে শুরু করেছে। ভোরে ঘন কুয়াশায় ঢেকে থাকছে চার পাশ। লতাপাতা, ধানের পাতা আর ঘাষে চকচক করছে ভোরের শিশির। সারা দিন একটু গরম অনুভূতি হলেও দুপুরের পর রোদের তাপমাত্রা দিচ্ছে উষ্ণতার অনুভব। সন্ধ্যার পরেই শুরু হয় শীতের আমেজ।

ডিমলা উপজেলায় একটু দেরিতে হলেও শীত প্রায় চলেই এসেছে। গত কয়েক দিন ধরেই ভোর রাত থেকে ঘন কুয়াশা দেখা দিচ্ছে। এ সময় মহাসড়কগুলোতে যানবাহন কিছুটা হলেও ধীর গতিতে চলাচল করতে দেখা যায়।

সকাল ৬ টা থেকে সকাল ৭ টা পর্যন্ত দেখা মিলছে ঘন কুয়াশারও। ফসলের মাঠে উঁকি দিচ্ছে নতুন বীজের প্রস্ফুটিত চারা। তাতে শিশিরবিন্দু ছড়িয়ে দিচ্ছে মৃদু শীতলতা। রাতে সব বয়সি মানুষদের শরীরে হালকা কাঁথা ও কম্বল জড়াতে হচ্ছে। এ অঞ্চলে আগাম শীতের দেখা পাওয়ায় পুরো শীতকাল আসা মাত্রই শীতের তীব্রতা বেড়ে যাবে বলে স্থানীয়রা জানান। এদিকে শীতের আগাম সবজি চাষে ব্যস্ত সময় পার করছে প্রান্তিক চাষিরা। কোমর বেঁধে ফসলের মাঠে মুলা, ফুলকপি, বাঁধাকপি, শিম, লাউ, টম্যাটো, লাল শাকসহ বিভিন্ন ধরনের আগাম শীতকালীন সবজি চাষাবাদ করতে শুরু করেছে।

উপজেলা আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর সফুর জানান, উপজেলার বিভিন্ন স্থানে ভোরের দিকে শিশির কণা জানান দিচ্ছে শীতের আগমনি বার্তা।মূলত, পৌষ-মাঘ এই দুই মাস শীতকাল ধরা হলেও এ বছর আশ্বিন-কার্তিকের দিকেই শীত আসতে শুরু করেছে। এ বছর শীতের তীব্রতা বাড়তে পারে বলে জানান এ কর্মকর্তা।

Share.
Leave A Reply

Exit mobile version