রবিবার, নভেম্বর ২৬, ২০২৩

মদনে এমপি সাজ্জাদুল হাসানের পুজামন্ডপ পরিদর্শন

যা যা মিস করেছেন

দেওয়ান রানা,মদন (নেত্রকোণা) প্রতিনিধি : শারদীয় দূর্গাপুজা উপলক্ষ্যে শুক্রবার (২০ অক্টোবর) সন্ধ্যায় মদন উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন, নেত্রকোণা-৪ সংসদ সদস্য-১৬০ এর এমপি সাজ্জাদুল হাসান।

তিনি প্রথমে পরিদর্শন করেন, কুলিয়াটি আরগিলা পূজামন্ডপ, মদন ধুবাবাড়ি পূজামন্ডপ, ফচিকা পূজামন্ডপ ও সর্বশেষ পরিদর্শন করেন জাহাঙ্গীরপুর বৈশ্যপাড়া পূজামন্ডপ। এর আগে তিনি খালিয়াজুরী উপজেলার বিভিন্ন পুজামন্ডপ পরিদর্শন করেন।

এ সময় সঙ্গে ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ আলম মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম, বাংলাদেশ আওয়ামী লীগের নেত্রকোণা জেলা কমিটির সদস্য তোফায়েল আহমেদ, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল হান্নান তালুকদার শামীম, বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন তালুকদার।

এছাড়াও ছিলেন, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বাবু বিমান বৈশ্ব্য, তিয়শ্রী ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান, কাইটাইল ইউপি চেয়ারম্যান সাফায়াত উল্লাহ রয়েল, ছাত্রলীগের জেলা সহ-সভাপতি দেওয়ান আহসানুল করিম (রানা), বীর মুক্তিযোদ্ধাগণ ও উপজেলা আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতা-কর্মী বৃন্দ।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ