সোমবার, সেপ্টেম্বর ৯, ২০২৪

পীরগঞ্জে গাঁজা সহ নারী মাদক ব্যবসায়ী গেপ্তার

লিমন সরকার ( ঠাকুরগাঁও) জেলা প্রতিনিধিঃ ঃ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে এক কেজি দুই’শ গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রির নগদ টাকা সহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারে করেছে থানা পুলিশ। বুধবার রাতে উপজেলার বৈরচুনা বাসিরপাড়া থেকে মাদক সহ তাকে গ্রেপ্তার করা হয়।
পীরগঞ্জ থানার উপ-পরিদর্শক শফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত আটটার দিকে উপজেলা বৈরচুনা বাসিরপাড়ায় মৃত জনাব আলীর ছেলে তরিকুলের বাড়িতে অভিযান চালায় থানা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে তরিকুল সাদা রঙের একটি পালাস্টিকের বস্তা তার গোয়াল ঘড়ে ফেলে রেখে পিছনের দরজা দিয়ে পালিয়ে যায়। ঐ বস্তায় ৭’শ গ্রাম শুকনা পাওয়া যায়। এ সময় তরিকুলের স্ত্রী নাসরিন বেগম শিরিনও পালিয়ে যাওয়ার চেষ্টা করলে নারী পুলিশ সদস্যের সহায়তায় তাকে আটক করা হয়। পরে শয়ন ঘড় তল্লাসী করে বিছানার তোষকের নীচ থেকে আরো ৫’শ গ্রাম শুকনা গাঁজা ও গাঁজা বিক্রির নগদ ১০ হাজার ৮০ টাকা উদ্ধার করা হয়।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ শেখ জানান, আটক নারী মাদক ব্যবসায়ী ও তার স্বামীর বিরেিদ্ধ থানার মাদক নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার ঐ নারীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানা হয়েছে।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

সর্বশেষ