বুধবার, নভেম্বর ২৯, ২০২৩

নির্বাচন অফিসগুলোতে লোডশেডিং না দেওয়ার নির্দেশ

যা যা মিস করেছেন

নির্বাচনের প্রস্তুতিমূলক কাজ এগিয়ে নিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ চেয়েছে নির্বাচন কমিশন।

সূত্রগুলো জানিয়েছে, সম্প্রতি অনুষ্ঠিত মাসিক সমন্বয় সভায় বিদ্যুৎ বিভ্রাটের কারণে ভোটার তালিকা চূড়ান্ত করার কাজে ব্যাঘাত ঘটায় বিষয়টি ওঠে আসে।

এরপর এমন সিদ্ধান্ত হয়। মাসিক সমন্বয় সভার কার্যবিবরণীতে বলা হয়েছে, উপজেলাভিত্তিক ভোটার তালিকার পিডিএফ কপি ডাউনলোড করতে গেলে ৩/৪ ঘণ্টা সময়ের প্রয়োজন হয়। এ সময়ে বিদ্যুৎ চলে গেলে পুনরায় প্রথম থেকে ডাউনলোড করতে হয়।

এতে অনেক সময়ের অপচয় হয় এবং ভোটার তালিকা মুদ্রণে সমস্যার সৃষ্টি হয়। এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জন্য মাঠ কর্মকর্তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অনুরোধ জানান।

এর পরিপ্রেক্ষিতে চিঠিতে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের যাবতীয় প্রস্তুতি শুরু হয়েছে। নির্বাচনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠ পর্যায়ের আঞ্চলিক নির্বাচন অফিস, জেলা নির্বাচন অফিস এবং উপজেলা/থানা নির্বাচন অফিসে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

ভোটার তালিকা প্রস্তুতকরণসহ নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য গুরুত্বপূর্ণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্নে চিঠিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের নির্দেশনা দেয়া হয়।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ