বৃহস্পতিবার, নভেম্বর ৩০, ২০২৩

দুর্বৃত্তের দেওয়া বিষে কৃষকের চৌদ্দ শতাধিক হাঁসের মৃত্যু

যা যা মিস করেছেন

দেওয়ান রানা, মদন (নেত্রকোনা) প্রতিনিধিঃ

নেত্রকোনার মদনে দুর্বৃত্তের দেওয়া বিষে চানগাও ইউনিয়নের শাহপুর গ্রামের মোঃ আরজু মিয়া নামে এক দরিদ্র কৃষকের প্রায় ১৪ শতাধিক হাঁসের বাচ্চা মারা গেছে। আজ সোমবার (১৬ অক্টোবর) সকালে শাহপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী কৃষক আরজু মিয়া জানান, আমার হাঁসের বাচ্চা রাখার স্থানে রাতের আঁধারে কে বা কাহারা খাবারের সাথে বিষ মিশিয়ে রেখে যায়। পরে তা খেয়ে আমার খামারের প্রায় ১৪ শত হাঁসের বাচ্চা মারা গেছে।

তিনি আরও বলেন, হাঁসের বাচ্চাগুলো বিক্রি করে দিয়েছিলাম। আজ এসে ক্রেতারা বাচ্চাগুলো নিয়ে যেথ। আমার ১/ ১.৫ লাখ টাকার ক্ষতি হয়ে গেল। আমি ঋণ করে বাচ্চাগুলো কিনেছিলাম। এখন আমি নিঃস্ব। আমি এর সঠিক বিচার চাই

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার তাইরান ইকবাল জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে হাঁসের বাচ্চাগুলো বিষক্রিয়াই মারা গেছে। তবে মৃত কয়েকটি হাঁসের বাচ্চা পরীক্ষার জন্য পাঠানো হবে।

মদন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তাওহীদুর রহমান বলে, খবর পেয়ে সার্কেল স্যারসহ ঘটনা স্থল পরিদর্শন করেছি। বিয়ষটি খুব দুঃখ জনক। ঘটনাটি তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ