মঙ্গলবার, নভেম্বর ২৮, ২০২৩

ইংল্যান্ডকে ৬৯ রানে হারিয়ে এই প্রথম জয়ের স্বাদ পেল আফগানিস্তান

যা যা মিস করেছেন

বিশ্বকাপের চলতি আসরের ১৩তম ম্যাচে আজ বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে পরাজিত করে আফগানিস্তান।

রোববার ভারতের দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে প্রথমে বাট করে ২৮৪ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে আফগানিস্তান। টার্গেট তাড়ায় ২১৫ রানে অলআউট হয়ে ৬৯ রানে ম্যাচ হারে ব্রিটিশরা।

ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে এই প্রথম জয়ের স্বাদ পেল আফগানিস্তান। এই জয় আফগানদের জন্য বিশ্ব জয়ের মতো। তাদের সেরা জয়গুলোর মধ্যে অন্যতম সেরা।

বিশ্বকাপের মতো বড় মঞ্চে ইংল্যান্ডকে হারিয়ে আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহিদি বলেন, এটা আমাদের জন্য বিশাল বড় জয়। এই জয়ে আমিসহ আমাদের পুরো টিম বেশ খুশি। এটাই আমাদের সেরা জয়। এই জয়ে পরের ম্যাচের জন্য আত্মবিশ্বাস পাবো। এই জয়ে পুরো দেশ খুশি ও গর্বিত হবে।

তিনি আরও বলেন, আমরা আজ ব্যাক-টু-ব্যাক উইকেট পেয়েছি। এটা নিয়ে আমাদের ভাবতে হবে। আমাদের শুরুটা ভালো ছিল এবং এর জন্য কৃতিত্ব গুরবাজকে দিতে হয়। ব্যাটিংয়ে ইকরাম আলি খিল খুব খালো করেছে। মুজিব অলরাউন্ড পারফর্ম করেছে।

হাশমতউল্লাহ আরও বলেন, আমি আজ আমার দল নিয়ে খুবই গর্বিত। রহমানউল্লাহ গুরবাজ ও ইকরাম আলি খিল দুর্দান্ত ব্যাটিং করেছেন। মুজিব অলরাউন্ড পারফরম্যান্স করেছে। গত কয়েকটা ম্যাচ আমরা ভালোভাবে শেষ করতে পারিনি। আশা করি টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো ভালো ভাবে শেষ করতে পারব, ইতিবাচক খেলতে পারব।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ