সোমবার, নভেম্বর ২৭, ২০২৩

সিলেট বিভাগের শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত শ্রীমঙ্গলের ইউএনও -আলী রাজিব মাহমুদ মিঠুন

যা যা মিস করেছেন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলী রাজিব মাহমুদ মিঠুন প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে অসামান্য অবদান রাখায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ সিলেট বিভাগের শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হয়েছেন।

গত ২রা অক্টোবর সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে বিভাগীয় পর্যায়ে বাছাই কার্যক্রম অনুষ্টিত হয়। বাছাই কমিটির চুলছেড়া বিশ্লেষণের সিদ্ধান্ত মোতাবেক রোববার (১৫ অক্টোবর) তিনি সিলেট বিভাগের শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হন। এর আগে তিনি প্রথমে উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব নির্বাচিত হয়ে বর্তমানে সিলেট বিভাগীয় পর্যায়েও শ্রেষ্ঠ হন। শ্রীমঙ্গল উপজেলায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে অসামান্য অবদান রাখায় সিলেট বিভাগের নির্বাচন কমিটি বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইউএনও হিসাবে তাকে নির্বাচিত করেন।

শ্রীমঙ্গল উপজেলায় পদায়নের পরপরেই শিক্ষার উন্নয়ন, বাল্যবিবাহ রোধে, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার উন্নয়ন, বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলমক কর্মকান্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখায় প্রশংসিত হয়েছেন এবং ইতিমধ্যেই বিভিন্ন মহলে একজন সফল ইউএনও হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রাথমিকে শিক্ষা বিস্তারে বিশেষ অবদান রাখায় সিলেট বিভাগে প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী কাজের যথার্থ মূল্যায়ন করেছেন। বিভাগের শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হওয়ার পর এবার জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্বের আসনে নির্বাচিত হবেন এমনটাই প্রত্যাশা কাম্য বলে আশাবাদ ব্যক্ত করেন শ্রীমঙ্গল উপজেলার সর্বস্তরের সাধারণ জনগণ।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ