ইলিশের প্রজনন ক্ষেত্র সংরক্ষণের উদ্দেশ্যে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ মোতাবেক ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত মোট ২২ দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুম। এই সময় সারাদেশে ইলিশের আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ এবং ক্রয়-বিক্রয় নিষিদ্ধ থাকবে। এ জন্য মা ইলিশ সংরক্ষণে অভিযান পরিচালনা করে দুই দিনে ঝালকাঠিতে ১৭,৫০০ মিটার জাল জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৩ লাখ ৯০ হাজার টাকা।
শনিবার (১৪ অক্টোবর) রাতে ঝালকাঠি জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান,১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত মোট ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ, পরিবহণ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয়, মজুদ ও বিনিময় করা আইনত দন্ডনীয় অপরাধ। আইন অমান্যকারীকে কমপক্ষে ১ বছর থেকে সর্বোচ্চ ২ বছরের সশ্রম কারাদন্ড অথবা ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দন্ডে দন্ডিত করার বিধান রয়েছে।আমাদের অভিযান অব্যাহত রয়েছে।