সোমবার, ডিসেম্বর ৪, ২০২৩

ডিমলায় ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে মানববন্ধন

যা যা মিস করেছেন

রুহুল আমিন, ডিমলা(নীলফামারী)

দখলদার ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনি মুসলিমদের প্রতিরোধের পক্ষে সংহতি প্রকাশ এবং মসজিদুল আকসার পবিত্রতা রক্ষার দাবিতে শুক্রবার নীলফামারীর ডিমলার পশ্চিম ছাতনাইতে এক মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

উক্ত মানববন্ধন কর্মসূচীতে স্থানীয় ইমাম উলামা সদস্যবৃন্দসহ স্থানীয় প্রায় পাঁচ শতাধিক ধর্মপ্রাণ মুসলমানেরা উপস্থিত ছিলেন।

এ সময় মানববন্ধনে অংশগ্রহণ করা লোকজনের উদ্যোশ্যে বক্তারা বলেন, দখলদার ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে আমাদের এই মানববন্ধন কর্মসূচী পালিত হচ্ছে। মিডিয়ার মাধ্যমে ফিলিস্তিনি মুসলিমদের প্রতিরোধের পক্ষে সংহতি প্রকাশ করছি। সে সাথে আমরা মসজিদুল আকসার পবিত্রতা রক্ষার দাবিতে একত্রিত হয়েছি আজ। যাদের হৃদয়ে ছিটেফুটা ঈমান রয়েছে তারা কখনো ফিলিস্তিনি মুসলমানদের দুর্দিনে ঘরে বসে থাকতে পারেনা। আমরা ইসরাইলের এহেন কু- কর্ম সহ অনৈতিক ভাবে যুদ্ধ করার প্রতিবাদ জানাই।

এরপর ফিলিস্তিনির মুসলমানদের হেফাজতের জন্য বিশ্ব বিধাতার কাছে এক মোনাজাতের মাধ্যমে মানববন্ধন কর্মসূচীর সমাপ্তি ঘোষণা করা হয়।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ