মনিরুজ্জামান খান গাইবান্ধা:
গাইবান্ধার পলাশবাড়ীতে ইউপি সদস্য বাদশা মিয়া হত্যা মামলার প্রধান আসামি পাপুল আকন্দকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৮ অক্টোবর) রাতে ঢাকার মিরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সোমবার (৯ অক্টোবর) সকালে পলাশবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দিবাকর অধিকারী বিষয়টি নিশ্চিত করেছেন। পাপুল আকন্দ উপজেলার বেতকাপা ইউনিয়নের পূর্ব নয়নপুর গ্রামে মোসলেম আকন্দ ভোলার ছেলে।
পুলিশ জানায়, তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ঢাকার মিরপুর এলাকা থেকে আসামি পাপুল আকন্দকে গ্রেপ্তার করা হয়। পাপুল গ্রেপ্তার এড়াতে নিজের চুল, দাঁড়ি কেটে চেহারা পরিবর্তন করেছিলেন।
পলাশবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দিবাকর অধিকারী বলেন, ইউপি সদস্য হত্যা মামলার প্রধান আসামি পাপুল আকন্দকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে, সোমবার (২৫ সেপ্টেম্বর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বেতকাপা ইউনিয়নের পূর্ব নয়নপুর গ্রামে বাগবিতণ্ডা থামাতে গিয়ে পাপুল নামের ওই যুবকের ছুরিকাঘাতে ইউপি বাদশা মিয়া (৫০) এবং স্বপন মিয়া (৩৩) ও সবুজ মিয়া (৩৫) নামে দুই ভাই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ইউপি সদস্য বাদশা মিয়াকে মৃত ঘোষণা করেন।
নিহত বাদশা মিয়া বেতকাপা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৮ নম্বর ওয়ার্ডের সদস্য ও ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন