মামুন হোসাইন ভোলা প্রতিনিধি :
ভোলার লালমোহনে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় (২০২৩-২৪) অর্থবছরে নিবন্ধিত জেলেদের মাঝে বৈধ জাল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার ( ১০ অক্টোবর ) দুপুরে উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের জেলে পল্লীর জেলেদের মাঝে এই জাল,ফুল্ড ও ইট বিতরন করা হয়।
এসময় লালমোহন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবুল কাশেম মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৎস্য অধিদপ্তরের বরিশাল বিভাগের উপপরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ,সদ্য বিদায়ী জেলা মৎস্য কর্মকর্তা মো.মোল্লা এমদাদুল্যাহ,সহকারী পরিচালক মো: নাসির উদ্দীন,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার,মেরিন ফিশারিজ কর্মকর্তা মো. তানভীর আহমেদ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক প্রভাষক ইকবাল হোসাইন জুলহাস।
এছাড়াও ইউপি সদস্য নজির আহমেদ, গনি মাষ্টার, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শামিম সর্দার, উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তা কর্মচারী ও ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যসহ উপকার ভুগী জেলেরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, জেলেদের মাঝে বিতরণকৃত এই বৈধ জালের মাধ্যমে তারা নিরাপদে নিশ্চিন্তে মাছ শিকার করতে পারবেন। এর মাধ্যমে তাদের জাল হারানোর ভয় থাকবে না। এর মাধ্যমে জেলেরা স্বাবলম্বী হবে এবং মাছের চাহিদা পূরণে সহায়ক হবে।