শনিবার, ডিসেম্বর ২, ২০২৩

গলাচিপায় বাল্যবিবাহ প্রতিরোধ কমিটি সক্রিয়করণ এবং সামাজিক ও আচরণ পরিবর্তনে কমিটিকে সম্পৃক্তকরণ সভা

যা যা মিস করেছেন

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর গলাচিপায় বাল্যবিবাহ প্রতিরোধ কমিটি সক্রিয়করণ এবং সামাজিক ও আচরণ পরিবর্তনে কমিটিকে সম্পৃক্তকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ইউনিসেফের আর্থিক সহায়তায় শিশুদের বিরুদ্ধে সহিংসতা (বাল্যবিবাহসহ) প্রতিরোধের জন্য সামাজিক ও আচরণ পরিবর্তন প্রকল্পের আওতায় একটি বেসরকারি সংস্থা সুশীলন এই সভার আয়োজন করে। সংস্থার প্রজেক্ট কো—অর্ডিনেটর রেখা
ইয়াসমিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মাছুম রেজা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আরজু
আক্তার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী, গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েণ, উপজেলা প্রাণী সম্পদ
কর্মকর্তা ডা. সজল দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাস প্রমুখ। এছাড়াও সংস্থার উপজেলা প্রজেক্ট অফিসার মারুফা সুলতানা, কমিউনিটি মবিলাইজার তুহিন খান ও সাইফুল ইসলাম, ১০৯৮ এর উপজেলা শিশু সুরক্ষা সমাজকর্মী পঙ্কজ গাঙ্গুলীসহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি,
মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সুশীল সমাজ সভায় উপস্থিত ছিলেন।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ