তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের পুলিশ সুপার’র শ্রীমঙ্গল সার্কেল অফিস পরিদর্শন করেন।
সোমবার (৯ অক্টোবর) সকালে পুলিশ মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোঃ মনজুর রহমান পিপিএম (বার) শ্রীমঙ্গল সার্কেল অফিস পরিদর্শন করেন।
সোমবার সকালে পুলিশ সুপার শ্রীমঙ্গল সার্কেল অফিসে পৌঁছালে শ্রীমঙ্গল সার্কেলের সহকারী পুলিশ সুপার আনিসুর রহমান ফুলেল শুভেচ্ছায় পুলিশ সুপারকে স্বাগত জানান।
জেলা পুলিশ সুপার সার্কেল অফিস পরিদর্শনে, বিভিন্ন দাপ্তরিক নথিপত্র পর্যালোচনা করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
সার্কেল অফিস পরিদর্শন শেষে পুলিশ সুপার শ্রীমঙ্গল থানাধীন শ্রীমঙ্গল পুলিশ ফাঁড়ি পরিদর্শন করেন।
এসময় শ্রীমঙ্গল থানার ওসি মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার, কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবর্তীসহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।