বুধবার, নভেম্বর ২৯, ২০২৩

কোচ কিছুই না অধিনায়কই সব

যা যা মিস করেছেন

১৫ বছরের ক্যারিয়ারে ৩৪৪টি ওয়ানডে খেললেও বিশ্বকাপ জেতার সৌভাগ্য হয়নি রাহুল দ্রাবিড়ের। ২০০৭ ওয়ানডে বিশ্বকাপে তার নেতৃত্বেই ভরাডুবি হয়েছিল ভারতের।

বিশ্বকাপ জেতার সবচেয়ে কাছাকাছি গিয়েছিলেন তিনি ২০০৩ আসরে। সেবার ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ১২৫ রানে হেরে স্বপ্ন ভেঙেছিল ভারতের।

২০ বছর পর আরেকটি ওয়ানডে বিশ্বকাপে সেই দ্রাবিড়ই ভারতের কোচ। আজ চেন্নাইয়ে ভারতের বিশ্বকাপ শুরু হচ্ছে সেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে।

দুয়ে দুয়ে চার মিলিয়ে অনেকেই ভাবছেন, খেলোয়াড়ী জীবনের হিসাব চুকাতে মুখিয়ে আছেন কোচ দ্রাবিড়! কিন্তু ভারতীয় ব্যাটিং গ্রেট এভাবে ভাবতে নারাজ। ক্রিকেটে ব্যাট-বলের লড়াই শুরুর পর কোচের কোনো ভূমিকাই দেখেন না তিনি।

দ্রাবিড় নিজেই জানালেন, এটা তার নয়, অধিনায়ক রোহিত শর্মার দল। নিজেকে কেন্দ্রীয় চরিত্র না ভাবার ব্যাখ্যাও দিয়েছেন দ্রাবিড়, ‘প্রতিযোগিতা শুরু হওয়ার পর কোচ হিসাবে আমি দলের জন্য রান করতে পারব না। উইকেটও নিতে পারব না। যা করার খেলোয়াড়দেরই করতে হবে। আমরা কোচরা শুধু ক্রিকেটারদের সাহায্য করতে পারি, অনুশীলনে সহায়তা করতে পারি। পরামর্শ দিতে পারি। এটা রোহিতের দল। তাকেই এগিয়ে নিয়ে যেতে হবে।’

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ