রবিবার, ডিসেম্বর ৩, ২০২৩

ব্যাটে-বলে দুর্দান্ত পারফর্ম করে ম্যাচসেরা মিরাজ

যা যা মিস করেছেন

আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপের চলতি আসরের প্রথম ম্যাচে দুর্দান্ত পারফর্ম করেছেন মেহেদি হাসান মিরাজ।

বল হাতে ৯ ওভারে মাত্র ২৫ রান খরচায় ৩ উইকেট শিকারের পর ব্যাট হাতে ৭৩ বলে ৫টি বাউন্ডারির সাহায্যে ৫৭ রান করে হন ম্যাচসেরা।

শনিবার ভারতের ধর্মশালায় টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে সাকিব-মিরাজদের স্পিন আর শরিফুল-তাসকিন-মোস্তাফিজদের গতির মুখে পড়ে ৩৭.২ ওভারে ১৫৬ রানেই অলআউট হয় আফগানিস্তান।

টার্গেট তাড়া করতে নেমে মিরাজ-শান্তর জোড়া ফিফটিতে ভর করে ৯২ বল হাতে রেখে ৬ উইকেটের দাপুটে জয় পায় বাংলাদেশ।

টার্গেট তাড়া করতে নেমে ২৭ রানেই দুই ওপোনার আউট হওয়ার পর ব্যাটিংয়ে নেমে নাজমুল হোসেন শান্তর সঙ্গে তৃতীয় উইকেটে ১২৯ বলে গড়েন ৯৭ রানের জুটি দলকে জয়ের দুয়ারে নিয়ে যান মিরাজ। এরপর নামুল হোসেন শান্ত অনবদ্য ব্যাটিং করে দলের জয় নিশ্চিত করেন।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ