শুক্রবার, সেপ্টেম্বর ১৩, ২০২৪

গাইবান্ধায় ট্রাকের ভিতর ফেনসিডিল গাঁজাসহ গ্রেফতার -৩

মনিরুজ্জামান খান গাইবান্ধা :

গাইবান্ধার জেলাধীন গোবিন্দগঞ্জে একটি ট্রাক থেকে ৩৬৪ বোতল ফেনসিডিল ও ১০ কেজি গাঁজাসহ ট্রাকটি জব্দ করেছে র‌্যাব। এ ঘটনার সঙ্গে জড়িত ৩ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

শুক্রবার (৬ অক্টোবর) সন্ধ্যায় র‌্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন- লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার পূর্ব সিন্ধুরনা গ্রামের সনাতন বর্মণের ছেলে সুমন্ত সাগর রায় অন্তর (২০), উত্তর সিন্ধুরনা গ্রামের মহেশ্বর চন্দ্রের ছেলে অনিত্য চন্দ্র জীবন (২১) ও টংভাঙ্গা গ্রামের আজিজুল ইসলামের ছেলে আজহারুল ইসলাম মিঠুন (২৬)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার
(৫ অক্টোবর) রাত ১ টা ২০ মিনিটের দিকে র‍্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এসময় গোবিন্দগঞ্জ থানামোড় চার মাথা মায়ামনি হোটেল এন্ড রেস্টুরেন্টের রংপুর-ঢাকা মহাসড়কে একটি ট্রাক তল্লাশি করে মাদক ও ট্রাকটি জব্দ করা হয়। একইসঙ্গে ওই কারবারিদেরও গ্রেফতার করা হয়েছে।

ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনার সাথে জড়িত অন্যান্য মাদক কারবারিদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলে জানান

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

সর্বশেষ