মঙ্গলবার, নভেম্বর ২৮, ২০২৩

পীরগঞ্জে বৈরচুনা ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত

যা যা মিস করেছেন

লিমন সরকার (ঠাকুরগাঁও) জেলা প্রতিনিধি ঃ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বৈরচুনা ইউনিয়ন ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বৈরচুনা উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন হয়। এ সময় যাচাই বাছাই করে মুনসেফ আলী বাদশ কে সভাপতি ও স্বপন চন্দ্র রায়কে সাধারণ সম্পাদক করে ৫ সদস্য বিশিষ্ট আংশকি কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির অন্যান্যরা হলেন, সহসভাপতি শাকিল আহাম্মেদ, রিপন সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক সুবদেব চন্দ্র দাস।
এর আগে বৈরচুনা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মধুসুদন মালাকারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা ইমদাদুল হক, সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, সহ সভাপতি কশিরুল আলম, যুগ্ম সম্পাদক ইফতেখারুল হক ধ্রুব, জেলা পরিষদ সদস্য মোস্তাফিজার রহমান, বৈরচুনা ইউনিয়নের চেয়ারম্যান টেলিনা সরকার হিমু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি নুরনবী চঞ্চল, আ’লীগ নেতা শফিক পারভেজ পরাগ, উপজেলা যুবলীগের শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক এনামুল হক, উপজেলা ছাত্রলীগের সভাপতি তানভীর রহমান মিঠু, সাধারণ সম্পাদক নবাব হোসেন, বৈরচুনা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাইজ উদ্দীন আহমেদ, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি জয়নুল আবেদিন জনি, ওমর ফারুক, জাহিদ হাসান, পীরগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রাজিউর রহমান রাজু, বৈরচুনা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম রফিক প্রমুখ।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ