শুক্রবার, নভেম্বর ২৪, ২০২৩

যুবলীগ নেতাকে পুলিশে দিলেন, এম,পি নিজাম উদ্দীন হাজারী

যা যা মিস করেছেন

ফেনী প্রতিনিধি # ফরহাদ খোন্দকার

ফেনীর যুবলীগ নেতা পিটু বাহিনীর প্রধান সাইফুল ইসলাম পিটুকে (৩০) ধরে পুলিশে সোপর্দ করেছেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী। বুধবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাকে পুলিশে সোপর্দ করা হয়।

পিটু ফেনী পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও ফেনীর সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের আহাম্মদপুর গ্রামের বাসিন্দা। ফেনী পৌরসভার পুরাতন পুলিশ কোয়াটার এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন। বুধবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাকে শহরের মাষ্টার পাড়া এলাকা নিজাম উদ্দিন হাজারী এমপির বাসার কাছে থেকে আটক করে মডেল থানায় নিয়ে যাওয়া হয়।

এর আগেও তাকে জয়নাল হাজারী কলেজের সাবেক অধ্যক্ষ আবদুল হালিমের সাথে অসদাচরণের অভিযোগে পুলিশে দিয়েছিলেন নিজাম হাজারী। তিনি বহিরাগত উশৃঙ্খল লোকজন নিয়ে শহরের রামপুর এলাকায় আধিপত্য বিস্তার করেন। তাতে দলীয় লোকজনও তার কাছে হেনস্তার শিকার হয়।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ