মঙ্গলবার, সেপ্টেম্বর ১০, ২০২৪

মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপারের সদর কোর্ট পরিদর্শন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায়। শনিবার (২৩ সেপ্টেম্বর ) দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার সদর কোর্টে পৌঁছলে কোর্ট পুলিশ পরিদর্শক মোঃ ইউনুছ মিয়া তাঁকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সদর কোর্টের বিভিন্ন অফিস, কোর্ট মালখানা, হাজতখানা ঘুরে দেখেন, বিভিন্ন রেজিস্টার, নথিপত্র পর্যালোচনা করেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। এসময় আরও উপস্থিত ছিলেন কোর্ট ইন্সপেক্টর-২ দীপাংকর রায়, কোর্ট ইন্সপেক্টর-৩ মোহাম্মদ আব্দুল লতিফ তরফদারসহ সদর কোর্টে কর্মরত সকল অফিসার ও ফোর্সবৃন্দ।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

সর্বশেষ