বুধবার, নভেম্বর ২৯, ২০২৩

যশোরের শার্শায় ফেন্সিডিলসহ দুই গ্রেফতার

যা যা মিস করেছেন

শার্শা (যশোর) প্রতিনিধি:

যশোরের শার্শায় ভারতীয় ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে যশোর জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের সদস্যরা। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) রাত ১১ টার সময় ঐ দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলো, উপজেলার ০৭নং কায়বা ইউনিয়নের ধান‍্যতাড়া গ্রামের আমির হোসেন গাজীর ছেলে, আঃ হান্নান (২৭) ও একই গ্রামের আয়ুব আলীর ছেলে, আমিরুল ইসলাম (৪২)।

ডিবির অফিস সূত্রে জানা গেছে, গোপন সংবাদের মাধ্যমে এসআই আমিরুল ইসলাম, এসআই আব্দুল্লাহ আল মামুনের সমন্বয়ে ডিবি পুলিশের একটি চৌকস টিম শার্শা উপজেলার ধান‍্যতাড়া গ্রামের আরব আলী হাজীর বসত বাড়ির সামনে রাস্তার উপর হতে ৬০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ তাদের দুই জনকে গ্রেফতার করে।

যশোর জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের (ওসি) রুপন কুমার সরকার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতারকৃত আসামিদের নামে সংশ্লিষ্ট থানায় মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ