শনিবার, সেপ্টেম্বর ৭, ২০২৪

মৌলভীবাজারের দুর্দশ ডাকাত সর্দার গ্রেপ্তার

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে একাধিক মামলার পলাতক আসামি ডাকাত জসিম প্রকাশিত জাসিম মিয়াকে গ্রেপ্তার করেছে কমলগঞ্জ থানা পুলিশ।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাতে এসআই(নিঃ)/ হারুন অর রশিদ চৌধুরী, এসআই(নিঃ)/ মহাদেব বাছাড় ও এএসআই(নিঃ)/ পরিমল চন্দ্র শীল এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সদের সহায়তায় তথ্যপ্রযুক্তির মাধ্যমে একাধীক ডাকাতি মামলা ও পরোয়ানার দীর্ঘদিনের পলাতক আসামী জসিম প্রকাশিত জাসিম মিয় ‘কে ঢাকা হইতে গ্রেফতার করা হয়।
থানা পুলিশ সুএে জানা যায়, গ্রেফতারকৃত আসামী জসিম প্রকাশিত জাসিম মিয়া এর বিরুদ্ধে ১। কমলগঞ্জ থানার মামলা নং-১৭, তারিখ- ২০/০৭/২০১৭ ইং, জিআর- ১৩১/২০১৭, ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড, ২। কমলগঞ্জ থানার মামলা নং-১২, তারিখ- ১৪/০৩/২০১৬ ইং, জিআর- ৪৮/১৪, ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড, ৩। কমলগঞ্জ থানার মামলা নং-১৩, তারিখ- ১৪/০৩/২০১৬ ইং, জিআর- ৪৯/১৬, ধারা- ১৯(a) ১৮৭৮ সালের অস্ত্র আইন, ৪। কমলগঞ্জ থানার মামলা নং-১৬, তারিখ- ১৬/০৫/২০১৭ ইং, জিআর- ৮৩/১৭, ধারা- ৩৭৯/৪১১ পেনাল কোড, ৫। রাজনগর থানার মামলা নং-৩৩, তারিখ- ২৭/০৫/২০১৭, জিআর-১১৩/১৭, ধারা- ৩৯৫/৩৯৭ পেনাল কোড, ও ৬। মোগলাবাজার থানার মামলা নং-০১, তারিখ- ০৭/০৫/২০১৮, ধারা- ৩৯৫/৩৯৭/৪১২ পেনাল কোড, ৭। মৌলভীবাজার সদর থানার মামলা নং-১৩(০১)১৬, ধারা- ৩৯৫/৩৯৭, ৮। বড়লেখা থানার মামলা নং-১২(০৭)১৮, ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড, সর্ব মোট ৮টি মামলা রয়েছে।
কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবর্তী জানান, তথ্যপ্রযুক্তির মাধ্যমে একাধীক ডাকাতি মামলা ও পরোয়ানায় দীর্ঘদিনের পলাতক আসামী জসিম প্রকাশিত জাসিম মিয়াকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জসিম দীর্ঘদিন যাবত পলাতক ছিল। তার বিরুদ্ধে ডাকাতি, ডাকাতির প্রস্তুতিসহ মোট ০৮ টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু ছিল।”
গ্রেপ্তারকৃত জসিম প্রকাশিত জাসিম মিয়া মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলাধীন ০৯নং ইসলামপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের শ্রাবন প্রকাশিত ছাবন মিয়ার ছেলে।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

সর্বশেষ