মঙ্গলবার, নভেম্বর ২৮, ২০২৩

ট্রাম্প নির্বাচনে জয়ী হলে পুতিনকে ‘কুর্নিশ’ করবে: বাইডেন

যা যা মিস করেছেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আবারও ‘স্বৈরশাসক’ বলে আখ্যায়িত করেছেন। তিনি দাবি করেছেন, ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জয়ী হতে পারলে পুতিনের সামনে ‘কুর্নিশ’ করবেন। খবর পার্স টুডের

নিউ ইয়র্ক শহরের একটি থিয়েটারে তহবিল সংগ্রহের এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এসময় বাইডেন নিজেকে মার্কিন গণতন্ত্রের অন্যতম ‘রক্ষাকারী’ হিসেবে দাবি করেন।

বাইডেন বলেন, ‘আমি কখনও পুতিনের মতো স্বৈরশাসকদের পক্ষ নেব না। ট্রাম্প ও তার বন্ধুরা মিলে তাকে কুর্নিশ করতে পারে, কিন্তু আমি পারব না।’

বাইডেন দাবি করেন, ট্রাম্প ও তার ‘রিপাবলিকান বন্ধুরা’ আমেরিকার গণতন্ত্রকে হত্যা করতে চাইলেও তিনি এই গণতন্ত্র রক্ষার জন্য লড়াই করে যাবেন।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ