মঙ্গলবার, সেপ্টেম্বর ১০, ২০২৪

হাতীবান্ধায় বিএনপির ৫ নেতা-কর্মী আটক

হযরত আলী,লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাটের হাতীবান্ধায় বিএনপির পাঁচ নেতাকর্মীকে আটক করছে পুলিশ। আটক নেতাকর্মীদের দেখতে থানায় অবস্থান করেন হাতীবান্ধা উপজেলা বিএনপি নেতারা। পরে পুলিশ আটককৃত বিএনপি নেতাকর্মীদের কোটে পাঠানোর জন্য গাড়িতে তোলার সময় হাত নাড়িয়ে শুভেচ্ছা জানান বিএনপি নেতারা।

মঙ্গলবার(১৯ সেপ্টেম্বর) বিকেলে গ্রেপ্তারকৃত ওই ৫জনকে লালমনিরহাট কারাগারে পাঠানো হয়েছে। এর আগে সোমবার রাতে উপজেলার ডাউয়াবাড়ি ইউনিয়নের ঘুন্টি বাজার এলাকা থেকে আটক করে পুলিশ। এদিকে এর আগে গত সোমবার বিকেলে উপজেলার ডাউয়াবাড়ি ইউপির ঘুন্টিবাজারে এ ঘটনাটি ঘটেছে।
এর আগে গত সোমবার বিকেলে এর আগে গত সোমবার হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ি ইউনিয়নে দলীয় কর্মসূচীকে কেন্দ্র করে আওয়ামীলীগ ও বিএনপির সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ডাউয়াবাড়ি ইউনিয়ন আ’লীগ সভাপতি বরকত হোসেন ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি লিমন আহত হন।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার ডাউয়াবাড়ি ইউনিয়ন কৃষকদলের সাংগঠনিক সম্পাদক সাইকুল ইসলাম(৩০), যুবদলের সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল(২৫) ,বিএনপি কর্মী নুরুজ্জামান লাল(৩৫), বিপুল(৩০), ফিরোজ(২৮)।
জানা গেছে, গত সোমবার বিকেলে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করে ডাউয়াবড়ি ইউনিয়ন বিএনপি। এদিকে ওই ইউনিয়ন আওয়ামীলীগের নেতা-কর্মীরা শান্তি সমাবেশ করেন। এ সময় দুই দলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত হন ওই ইউনিয়ন আ’লীগের সভাপতি বরকত হোসেন ও ছাত্রলীগ সভাপতি লিমন। এ ঘটনায় আ’লীগ সভাপতি বরকত হোসেন বাদী হয়ে ৬৫ জনের নাম উল্লেখ করে হাতীবান্ধা থানায় একটি লিখিত অভিযোগ করেন।
এ বিষয়ে ডাউয়াবাড়ি ইউনিয়ন আ’লীগের সভাপতি বরকত হোসেন বলেন, আমরা শান্তি সমাবেশ করতেছিলাম। একই সময়ে বিএনপির নেতা-কর্মীরাও বিক্ষোভ করে। এ সময় তারা আমাদের উপর হামলা চালায়। এতে আমিসহ তিনজন আহত হই।
এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা বিএনপির আহবায়ক মোশারফ হোসেন বলেন, আমার দলের নেতা-কর্মীরা কোন হামলা চালায় নি। আ’লীগ শান্তি সমাবেশের নামে আমাদের নেতা-কর্মীদের উপর হামলা চালায়। এমনকি উল্টো আমাদের নামে মিথ্যা মামলা দিয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।
এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম বলেন, বিএনপি’র ৫ নেতা-কর্মীকে গ্রেপ্তার করে সোমবার দুপুরে জেলহজাতে পাঠানো হয়েছে।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

সর্বশেষ