মঙ্গলবার, সেপ্টেম্বর ১০, ২০২৪

বাংলাদেশ যুব ঐক্য পরিষদ এর মৌলভীবাজার জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

বাংলাদেশ যুব ঐক্য পরিষদের মৌলভীবাজার জেলা শাখার ২৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে বাংলাদেশ যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ব্যারিস্টার তাপস কান্তি বল স্বাক্ষরিত এক স্মারকে পূর্বের কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।

২৩ সদস্যবিশিষ্ট বাংলাদেশ যুব ঐক্য পরিষদ, মৌলভীবাজার জেলা শাখার আহ্বায়ক কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন- আহ্বায়ক রুপক কান্তি গোস্বামী, সদস্য সচিব, সুব্রত সরকার রাজ, সদস্য রিপন কান্তি দে, সদস্য রজত কান্তি দাশ, মুকুল রায়, খোকন চন্দ্র পাল, চমক আচার্য্য ইমন, রূপক রায়, মলয় দেবনাথ, বিমল দেবনাথ, সুজন রায়, জগদীশ দাশ, কিশোর দেব, রূপক কান্তি ধর, সিদ্ধার্থ চক্রবর্তী মানস (রাজনগর),ভানু দেবনাথ, উত্তম রায়,পিপলু দাস, গোবিন্দ মল্লিক, বাপন কান্তি পাল, রাজীব সূত্রধর, তাপস কুমার ঘোষ, সজীব রঞ্জন বাড়াইক।তাদেরকে এই দায়িত্ব দেওয়ায় তারা কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছেন এবং যথাযত দায়িত্ব পালনের সকলের সর্বাঙ্গীন সহযোগিতা কামনা করেন তারা।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

সর্বশেষ