মঙ্গলবার, সেপ্টেম্বর ১০, ২০২৪

কলমাকান্দায় পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার : নেত্রকোনার কলমাকান্দায় পুকুরের পানিতে ডুবে দেড় বছর বয়সী সিফাতের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার রংছাতি ইউনিয়নের কালাইকান্দি গ্রামে পানিতে ডুবির ঘটনা ঘটে। শিশু সিফাত একই এলাকার মো. ফিরোজ মিয়া ওরফে আব্বাস ও মোছা. পান্না আক্তার দম্পতির ছোট সন্তান। মা গৃহিনী ও বাবা ঢাকায় একটি ফ্যাক্টরিতে শ্রমিক হিসেবে চাকুরি করেন।

জানা যায়, সকালে সিফাতের মা পান্না আক্তার সাংসারিক কাজে ব্যস্তছিল। এ সময় বাড়ির উঠানে বসে অন্যান্য শিশুদের সাথে খেলা করছিল সিফাত। কিছু সময় পর তাকে বাড়ীর উঠানে দেখতে না পেয়ে মা‌‌’সহ পরিবারের লোকজন খুঁজতে থাকেন। একপর্যায়ে বাড়ীর সামনে পাকা রাস্তার ওপারে একটি পুকুরে নেমে খোঁজাখুঁজির করেন শিশুটির মা ও চাচা ওসমান গনি। এসময় পুকুরের পানির নীচে ওসমান গনির পায়ে শিশুর দেহটি লাগে। শিশুটিকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সুমন পাল বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশু সিফাতের মৃত্যু হয়েছে।

কলমাকান্দা থানার ওসি আবুল কালাম বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনানুগ প্রক্রিয়া শেষে বিনা ময়নাতদন্তে মৃতদেহ দুপুরের দিকে শিশুটির মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

সর্বশেষ