মঙ্গলবার, সেপ্টেম্বর ১০, ২০২৪

পীরগঞ্জে টাপেন্টাডল ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

(ঠাকুরগাঁও) জেলা প্রতিনিধি ঃ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ২৫০ পিচ নিষিদ্ধ মাদক ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। সোমবার দুপুরে পৌর শহরের টিএন্ডটি এলাকায় অভিযান চালিয়ে মাদক সহ তাদের কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, পৌর শহরের খলিলুর রহমানের ছেলে ইসলাম খান ও ফারদিন খান। তারা সম্পর্কে আপন ভাই। তাদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা হয়েছে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ফরহাদ আকন্দ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে একটি টিম সোমবার দুপুরে পীরগঞ্জ পৌর শহরের রঘুনাথপুর টি এন্ড টি পাড়া এলাকায় অভিযান চালান। অভিযানে খলিলুর রহমান বাসা তল্লাসী করে ২৫০ পিচ নিষিদ্ধ মাদক টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় খলিলুর রহমানের ছেলে ইসলাম খান ও ফারদিন খান কে গ্রেপ্তার করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে গোপনে মাদক ব্যবসা করে আসছিল।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ শেখ জানান, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ফরহাদ আকন্দ বাদি হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে আসামি কালকে জেলহাজতে পাঠানো হবে।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

সর্বশেষ