রবিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৩

মৌলভীবাজার সদর কোর্টের এসআই জহির আলীকে বিদায়ী সংবর্ধনা

যা যা মিস করেছেন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজার জেলা পুলিশের পক্ষ থেকে সদর কোর্টের এসআই মোঃ জহির আলীকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার (৯ সেপ্টেম্বর) বিকেলে পুলিশ সুপার মোঃ মনজুর রহমান পিপিএম (বার) নির্দেশনায় কোর্ট পুলিশের আয়োজনে মৌলভীবাজার সদর কোর্টের জিআরও অফিসে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী এসআই(নিঃ) মোঃ জহির আলীকে মৌলভীবাজার সদর কোর্টের সকল অফিসার-ফোর্সের পক্ষ থেকে ফুলেল, স্মারক ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার তুলে দেন কোর্ট পুলিশ পরিদর্শক মোঃ ইউনুছ মিয়া।

দীর্ঘ চাকরি জীবন শেষে পুলিশের এই অফিসার তার চাকরি জীবনের স্মৃতিচারণ করেন। তিনি চাকরি শেষে এই সম্মাননা পেয়ে মৌলভীবাজার জেলার পুলিশ সুপার এবং তার সহকর্মীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠান শেষে পুলিশ সুপার মোঃ মনজুর রহমান পিপিএম (বার) নির্দেশনা মোতাবেক একটি ফুলে সুসজ্জিত ডাবল ক্যাবিন গাড়ী যোগে বিদায়ী এসআই মোঃ জহির আলীকে কমলগঞ্জে তার নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়।

মৌলভীবাজার জেলা পুলিশের পক্ষ থেকে তার অবসরকালীন জীবনের প্রতি শুভকামনা জানান।

More articles

সর্বশেষ