শনিবার, জুলাই ২০, ২০২৪

আগামী দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে পথসভা ও গনসংযোগ করেন এসএম ইয়াকুব আলী

যা যা মিস করেছেন

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮৯ যশোর-৫ মনিরামপুর সংসদীয় আসনের আওয়ামী লীগের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য ও যশোর জেলা কৃষকলীগের সহ-সভাপতি বিশিষ্ট শিল্পপতি ও দানবীর এসএম ইয়াকুব আলী ইউনিয়নের বিভিন্ন ইউনিটে পথসভা ও গনসংযোগ করেন।
আজ বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিকালে উক্ত উপজেলার ১৫নং কুলটিয়া ইউনিয়নের মধুপুর বাজার এবং ১৩নং খানপুর ইউনিয়নের মাছনা নতুন বাজারসহ ইউনিয়নের বিভিন্ন ইউনিটে গণসংযোগ করেন।

গণসংযোগকালে আরও উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মিকাইল হোসেন,মনিরামপুর উপজেলা কৃষক লীগের সভাপতি আবুল হোসেন, পৌর কাউন্সিলর আইয়ুব হোসেন,
১৫নং কুলটিয়া ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলিম,যুবলীগ নেতা ডাক্তার রবিউল ইসলাম, ১২নং শ্যামকুড় ইউনিয়ন সাবেক ছাত্রলীগ নেতা, বর্তমান সক্রিয় যুবলীগ কর্মী ব্যবসায়ী আশিকুর রহমান,১৩নং খানপুর ছাত্রলীগের রবিউল ইসলাম,যুবলীগ কর্মী আকাশ,শাকিল।স্থানীয় ১৬নং নেহালপুর ইউনিয়নের সাবেক ছাত্রলীগের আহ্বায়ক,বর্তমান যুবলীগ নেতা রাকিবুল ইসলাম রাজু,যুবলীগের নজরুল ইসলামসহ আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ।
গণসংযোগ কালে এসএম ইয়াকুব আলী বলেন, আওয়ামী লীগ উন্নয়নে বিশ্বাসী।আওয়ামীলীগকে ভোট দিলে উন্নয়ন হবে।আর তাই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য মণিরামপুর উপজেলার ১৭ টি ইউনিয়ন ও ১টি পৌরসভার প্রতিটি গ্রামে অভিযান সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কা বিজয়ের লক্ষ্য গ্রাম পর্যায়ের বিভিন্ন ইউনিটের সাথে এ ধরনের গণসংযোগ অব্যাহত থাকবে।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security