দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজার (বড়লেখা-জুড়ী) – ১ আসনের সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী এবাদুর রহমান চৌধুরী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

অদ্য বুধবার (৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকার ইবনেসিনা হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির এক বিজ্ঞপ্তিতে তার মৃত্যুর বিষয়টি জানিয়েছে।

এবাদুর রহমান চৌধুরী বিএনপির নির্বাহী কমিটির অন্যতম বর্ষীয়ান রাজনীতিবীদ ছিলেন। বড়লেখা – জুড়ি মৌলভীবাজার-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ সরকারের সাবেক ত্রাণ ও দুর্যোগ মোকাবেলা বিষয়ক প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বড়লেখার একাধিক ব্যক্তি জানান, কিংবদন্তি এই রাজনীতিবিদ সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরীর প্রথম জানাজার নামাজ আজ বাদ মাগরিব ঢাকার লালামাটিয়া সি ব্লক জামে মসজিদ ও দ্বিতীয় জানাজা নামাজ বৃহস্পতিবার সকালে মৌলভীবাজার শহরে টাউন ঈদগাহ এবং তৃতীয় জানাজার নামাজ বেলা ১১টায় বড়লেখা পিসি স্কুল মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে গাংকুল ঈদগাহ সংলগ্ন কবরস্থানে লাশ দাফন করা হবে।

১৯৮৮ সালে প্রথমার চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-১ আসন থেকে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। একই আসন থেকে তিনি বিএনপির প্রার্থী হিসেবে ১৯৯১ সালের পঞ্চম, ১৫ ফেব্রুয়ারি ১৯৯৬ সালের ষষ্ঠ ও ২০০১ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

সাবেক প্রতিমন্ত্রী এবাদুর রহমান চৌধুরী জন্মগ্রহণ করেন মৌলভীবাজারে। স‌ক্রিয় রাজনী‌তি শুরু করেন ১৯৬৯ এর গণঅভ্যুত্থান থে‌কে। ১৯৮৮ সালে প্রথমার চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-১ আসন থেকে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। একই আসন থেকে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে ১৯৯১ সালের পঞ্চম, ১৫ ফেব্রুয়ারি ১৯৯৬ সালের ষষ্ঠ ও ২০০১ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। চারদলীয় জোট সরকারের আমলে খালেদা জিয়ার দ্বিতীয় মন্ত্রিসভার খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। পারিবারিক জীবনে ব্যক্তি এবাদুর রহমান চৌধুরী চার কন্যা সহ অনেক শুভাকাঙ্ক্ষী আত্মীয় স্বজন রেখে যান।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version