সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় নারীদের জন্য সংরক্ষিত বিশেষ স্থানে অংশ নিয়েছেন তাঁর পরিবারের নারী সদস্য এবং অন্তর্বর্তী সরকারের নারী উপদেষ্টারা।
আজ বুধবার বিকেলে মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত এই জানাজায় সমাজের বিশিষ্ট নারীরাও উপস্থিত ছিলেন।
তিনবারের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা বিকাল ৩টার দিকে শহরের মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হয়।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাবৃন্দ, রাজনৈতিক নেতা, বিদেশী অতিথি এবং কূটনীতিকসহ সর্বস্তরের লাখ লাখ মানুষ বেগম জিয়াকে বিদায় জানাতে এই জানাজায় অংশ নেন।
এছাড়াও প্রিয় নেত্রীকে বিদায় জানাতে অসংখ্য সাধারণ নারী জানাজায় অংশগ্রহণ করেন।


