রুহুল আমিন,ডিমলা(নীলফামারী)
বাংলাদেশের তিন বারের নির্বাচিত প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে প্রেসক্লাব ডিমলা উপজেলা কমিটি।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে প্রেসক্লাবের দপ্তর সম্পাদক রুহুল আমিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, খালেদা জিয়ার মৃত্যু দেশের জন্য একটি অপূরণীয় ক্ষতি।
প্রেসক্লাব ডিমলার সভাপতি সবুজ ইসলাম ও সাধারণ সম্পাদক রুবেল পারভেজ বলেন, “বেগম খালেদা জিয়ার মতো নেত্রী এই বাংলাদেশে আর আসবে না। তিনি সবসময় দেশের কল্যাণ এবং মানুষের জন্য কাজ করেছেন। আজ আমরা একজন আপোষহীন নক্ষত্রকে হারালাম। তার মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি। মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন।”
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আজ সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আপসহীন এই নেত্রী দীর্ঘ চার দশকেরও বেশি সময় রাজনীতিতে সক্রিয় ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতিতে সক্রিয় খালেদা জিয়ার অবদান, গণতন্ত্রের প্রতি অঙ্গীকার এবং দেশের প্রতি অবিচল প্রেম সবসময় স্মরণীয় হয়ে থাকবে। দেশের মানুষ তাঁকে চিরস্মরণীয় নেত্রী হিসেবে মনে রাখবে।


