মাহমুদুর রহমান রনি (বরগুনা ):-
‘সংবাদে সমৃদ্ধ…বিশ্বজুড়ে সোনালী স্বপ্ন’ এই স্লোগানকে বুকে ধারণ করে এগিয়ে যাচ্ছে সোনালীনিউজ ডটকম। ইতোমধ্যে অনলাইন মিডিয়া ক্যাটাগরিতে শীর্ষ স্থান দখল করেছে সরকার নিবন্ধিত এই নিউজপোর্টালটি।
সবার আগে সর্বশেষ সংবাদটি পাঠকদের মাঝে পৌঁছে দেয়া যায় তার একটি উদাহরণ সৃষ্টি করেছে সোনালীনিউজ।
এই অবস্থানে আসার ক্ষেত্রে প্রতিষ্ঠানটির সকল পর্যায়ের কর্মীদের ভূমিকা সবার আগে। সে দিকটি বিবেচনায় নিয়ে শুরু থেকেই প্রতিষ্ঠানের সংবাদ কর্মীদের কাজের মূল্যায়ন করে যাচ্ছে সোনালীনিউজ।
কাজের যথাযথ মূল্যায়নে কর্মীদের কর্মস্পৃহা এবং আন্তরিকতা বৃদ্ধি পায়-এই বিশ্বাস নিয়ে প্রতি মাসে সেরা সংবাদ কর্মীকে পুরস্কৃত করা হচ্ছে।
এর ধারাবাহিকতায় এবছরের মার্চ, এপ্রিল, মে, জুন ও জুলাই মাসের জন্য ৫ সংবাদ কর্মীকে পুরস্কৃত করল প্রতিষ্ঠানটি।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সোনালীনিউজের প্রকাশক ও ইউনুছ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ উপস্থিত থেকে কর্মীদের হাতে পুরস্কার তুলে দেন। তিনি সকলকে বাংলাদেশ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে ধারণ করে, সততার সঙ্গে কাজ করে যাওয়ার আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন ইউনুছ গ্রুপের পরিচালক মো. কামরুল ইসলাম ও সোনালীনিউজের সম্পাদক মো. তাজুল ইসলাম।
পুরস্কারপ্রাপ্তরা হলেন- সোনালীনিউজের মফস্বল ইনচার্জ এম. সোলায়মান, স্টাফ রিপোর্টার হুমায়ন কবীর, স্টাফ রিপোর্টার সাব্বির হোসেন, গাজীপুর জেলা প্রতিনিধি এমএস রুকন ও বরগুনা জেলা প্রতিনিধি মাহমুদ হাসান তাপস।