নীলফামারী প্রতিনিধি:
২১ শে আগস্ট সোমবার নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার ইসলামবাগ গ্রামে আব্দুস সাত্তারের পরিবার কে এক মাসের খাদ্য সহায়তা প্রদান করেন আর্ন এন লিভ। আব্দুস সাত্তারের ৮ জন সন্তান, তার মধ্যে কন্যা সন্তান ৩ জন ও পুত্র সন্তান ৫ জন। কিন্তু দুঃখের কি নির্মম পরিহাস, তার ৫ জন পুত্র সন্তানেই প্রতিবন্ধী। তার মধ্যে একজন মারা যান। বেচে আছেন, এহসান,মুন্নু,শওকত ও এরশাদ এই চার জনকে নিয়ে দীর্ঘ সংগ্রামের জীবন কাটিতেছেন আব্দুস সাত্তারের জীবন।এদের সন্ধান ডিবিসি নিউজ এর মাধ্যমে আর্ন এন লিজ এর নজরে আসে। সেই ধারাবাহিকতায় আর্ন এন লিভ আব্দুস সাত্তারের পরিবারের মাঝে এক মাসের খাবারের ব্যবস্থা করে দেন, আর্ন এন লিভের প্রতিষ্টাতা পরিচালক ফরিদা ইয়াসমিন জেসি।
আব্দুস সাত্তারের বড় মেয়ে বিধবা রোকসানা বেগম বলেন,আমার বাবা একজন অসহায় বৃদ্ধ,আমার স্বামী মারা যাওয়ার পর থেকে আমি বাবার বাড়িতে আশ্রিত, এভাবেই কষ্টে দিন যাচ্ছে আমাদের।আর্ন এন লিভ এর পক্ষ থেকে এক মাসের খাবারের মধ্যে ছিল ৫০ কেজি চাউল, ১৫ কেজি আলু, ৫ কেজি লবণ, ৫ কেজি পেঁয়াজ, ২ কেজি মরিচ, ৫ কেজি মসুর, ডাল ৫ লিটার সয়াবিন তেল, ৫ কেজি মুড়ি ইত্যাদি।
এ সময় উপস্থিত ছিলেন আর্ন এন লিভ এর প্রতিনিধি আব্দুল জব্বার ,আব্দুর রশিদ, তানভীর রহমান শুভ ,ও মাসুদ।