মঙ্গলবার, সেপ্টেম্বর ১০, ২০২৪

নীলফামারীতে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৫০ হাজার টাকা জরিমানা

নীলফামারীতে ড্রেজার মেশিন দিয়ে আবাদি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে জমি মালিক কে ৫০ হাজার টাকার অর্থদণ্ড করা হয়েছে।

সোমবার (২১ আগস্ট ২০২৩) নীলফামারী জেলা সদরের চওড়া বড়গাছা ইউনিয়নের ২নং ওয়ার্ডে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে আবাদি জমি থেকে বালু উত্তলনের দায়ে সত্যেন রায় নামে এক জমি মালিক কে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৫ এর ১ ধারা লংঘনের দায়ে ১৫ এর ১ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা এবং ২টি মেশিন ও ২০০ ফিট পাইপ জব্দ করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ইবনুল আবেদীন। এসময় উপস্থিত ছিলেন চওড়া বড়গাছা ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা মোছাঃ হাবিবা বেগম।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

সর্বশেষ