রবিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৩

দলীয় কর্মসূচির মাধ্যমে জাতীয় শোক দিবস পালন করেন নেত্রকোনা -৩ আসনে মনোনয়ন প্রত্যাশি মোঃ আলমগীর হাসান

যা যা মিস করেছেন

নিজস্ব প্রতিনিধি:

১৫ আগস্ট জাতীয় শোক দিবস। স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে দলীয় বিভিন্ন কর্মসূচিতে গভীর শ্রদ্ধার সঙ্গে দিবসটি পালন  করেন নেত্রকোনা -৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে মনোনয়ন প্রত্যাশি মোঃ আলমগীর হাসান।

 

১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে দলীয় কর্মসূচিতে ব্যস্ত নেত্রকোনা – ৩ আসনে মনোনয়ন প্রত্যাশি মোঃ আলমগীর হাসান

জাতীয় শোক দিবস উপলক্ষে কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ কমিটির সদস্য, সাবেক ছাত্রনেতা, নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মোঃ আলমগীর হাসান আটপাড়া উপজেলা আওয়ামী লীগের আলোচনা সভায় অংশ গ্রহণ। তারপর কেন্দুয়া প্রেসক্লাবের সাংবাদিক বন্ধুদের সাথে মতবিনিময়। কেন্দুয়া উপজেলার চিরাং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, আওয়ামী লীগ নেত্রী সালমা আক্তারের আয়োজনে মিলাদ মাহফিলে যোগদান।

দি হলিচাইল্ড একাডেমির কোমলমতি শিক্ষার্থীদের মাঝে চারাগাছ বিতরন


১৬ আগস্ট জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে আটপাড়া উপজেলার তেলিগাতী ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে ও দি হলিচাইল্ড একাডেমির কোমলমতি শিক্ষার্থীদের মাঝে চারাগাছ বিতরন কর্মসূচি পালন করেন।


এ সময় তার সাথে ছিলেন কেন্দুয়া – আটপাড়া উপজেলার আওয়ামী লীগ, ছাত্রলীগ,যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বিভিন্ন কর্মসূচি পালনকালে তিনি বক্তব্যে বলেন বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মান করতে হলে আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে বিজয়ী করার মধ্যে দিয়ে দেশরত্ন শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে।

More articles

সর্বশেষ