নিকলীতে মানববন্ধন অনুষ্ঠিত

খুলনার নারী ফুটবলারের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

20

খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার বিভাগীয় অনূর্ধ্ব-১৭ দলের খেলোয়ার সাদিয়া নাসরিন ও মঙ্গলীর উপর হামলা এবং পরিবারকে অপদস্ত করার  প্রতিবাদে বিগত ১০ আগষ্ট ২০২৩ সকাল ১১ ঘটিকায়, কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার শহীদ মিনার ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সর সামনে প্রধান সড়কে বেসরকারী সংস্থা পিপলস্ ওরিয়েন্টেড প্রোগ্রাম ইপ্লিমেন্টেশন (পপি)’র উদ্যোগে এবং মানুষের জন্য ফাউন্ডেশন ঢাকার সহযোগিতায় এক মানব বন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে উপজেলার সমমনা স্বেচ্ছাসেবী সংগঠনসমূহের প্রতিনিধিগণ, ক্রিয়া সংগঠক জনাব নাজমুল আহাম্মদ, সমাজকর্মী আবু তাহের, পপি-ক্রিয়া প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী জনাব এস এম রেজাউল হক মামুন বক্তব্য রাখেন, ইউথ গ্রুপের সদস্যবৃন্দ,  ক্লাইমেট এ্যাকশন গ্রুপ এবং উপজেলা কিশোরী ফুটবলদল ও স্কুলের শিক্ষার্থীগণ এই প্রতিবাদী মানববন্ধনে অংশগ্রহন করেন। মানবন্ধনে বক্তাগণ উল্লেখিত ঘটনার জন্য নিন্দা জ্ঞাপন করেন এবং ঘটনার সাথে জড়িত ৩ আসামীকে জামিন বাতিল করে জেল হাজতে প্রেরণের জন্য স্বস্তি প্রকাশ করেন এবং সরকারকে ধন্যবাদ জানান। দোষীদের উপযুক্ত শাস্তি দিয়ে নজির স্থাপনসহ নারীদের খেলাধুলার অগ্রযাত্রায় কোন অপশক্তি যেন বাঁধা হয়ে না দাড়ায় সে দিকে সরকারের সুদৃষ্টি দেওয়ার আহব্বান জানান। এঘটনার সুষ্ঠ বিচার হলে ভবিষ্যতে এধরণে অপরাধ করতে কেউ সাহস পাবে না বলেও মানববন্ধনে অংশগ্রহনকারীরা জানান।