মোঃ রোমান বেপারী, মাদারীপুর প্রতিনিধিঃ শরীয়তপুরে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামীকে গ্রেফতার করেছে র্যাব।
শুক্রবার (১১ আগস্ট) মধ্যরাতে চট্টগ্রাম মহানগরীর খুলশী থানার টাইগার পাস এলাকা থেকে র্যাব-৮ মাদারীপুর ক্যাম্প ও র্যাব-৭ চাঁদগাও ক্যাম্পের যৌথ অভিযানে আসামীদের গ্রেফতার করা হয়।
আটককৃত আসামীরা হলো শরীয়তপুর সদর উপজেলার (পালং) উত্তর মধ্যপাড়া গ্রামের মৃত লোকমান ফকিরের ছেলে ইসলাম ফকির (২২) ও মৃত ছামাদ মন্ডলের ছেলে রাকিব মন্ডল (২২)।
র্যাব-৮ ও মামলার বিবরন সুত্রে জানা যায়, গত ২০১৯ সালের ৩০ জুন ১৬ বছরের এক কিশোরীকে শরীয়তপুর বাসস্ট্যান্ড হতে অপহরণ করা হয়। পরে অপহরণকৃত কিশোরীকে আসামীরা গনধর্ষণ করে। এসময় ওই কিশোরীর চিৎকার করলে স্থানীয় লোকজন তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। মানুষের উপস্থিতি টের পেয়ে আসামীরা ওই স্থান হতে পালিয়ে যায়। পরে দেশের বিভিন্ন স্থানে নির্মাণ শ্রমিক ও যানবাহন শ্রমিকের ছদ্মবেশে নিজেদেরকে আত্মগোপনে রাখে। বিষয়টি র্যাবের নজরে আসলে তথ্য-প্রযুক্তি ও সামাজিক গোয়েন্দা বৃত্তির অবলম্বনে চট্টগ্রাম মহানগরীর খুলশী থানার টাইগার পাস এলাকা থেকে র্যাব-৮ মাদারীপুর ক্যাম্প ও র্যাব-৭ চাঁদগাও ক্যাম্পের যৌথ অভিযানে আসামীদের গ্রেফতার করা হয়।
মাদারীপুর র্যাব-৮ এর কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার মোঃ মুহতাসিম রসুল জানায়, র্যাব-৮ এর এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।