রুহুল আমিন,ডিমলা(নীলফামারী) ‘সংগ্রাম-স্বাধীনতা প্রেরণায় বঙ্গমাতা’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডিমলায় বাংলাদেশ স্বাধীনতার মহান স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন্নেছা মুজিব এঁর ৯৩ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা, অস্বচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন ও চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮-আগস্ট) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব’র ৯৩ তম জন্মবার্ষিকী ডিমলা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেনের সভাপতিত্বে ও শফিকুল গনি স্বপনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার। বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা সিদ্দীকা। পরে উপজেলার আশ্রয়ন প্রকল্পের মুজিব নিবাসে বসবাসকারী অস্বচ্ছল ১০ জন নারীর মাঝে ১টি করে সেলাই মেশিন ও আয় বর্ধক (আইজিএ) প্রকল্পের ১৮ তম ব্যাচের দুটি ট্রেডে ৫০ জন নারী প্রশিক্ষনার্থীদের প্রত্যেককে ১২ হাজার টাকা করে চেক প্রধান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা খোরশেদ আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মদন কুমার রায়, ডিমলা থানার (ওসি-তদন্ত) আব্দুর রহিম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর সাবেক কমান্ডার আলহাজ্ব সামছুল হক, সোনালী ব্যাংক ডিমলা শাখা ব্যবস্থাপক রুহুল আমিন প্রমুখ। এছাড়াও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের সকল সদস্য সহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।
আপনি যা যা মিস করেছেন
Add A Comment