সোহাগ ইসলাম নীলফামারী:
নীলফামারী জেলা সদরের রামনগর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের চড়চড়াবাড়ি বাহালিপাড়া এলাকায় অবস্থিত চড়চড়াবাড়ি স্কুল এন্ড কলেজ। প্রধান শিক্ষক এবি এম লুৎফুল কাদের যোগদানের পরপরে পাল্টে গেছে স্কুলের চিত্র, শিক্ষার গুণগতমান বৃদ্ধি সহ খেলাধুলা-সাংস্কৃতিক ও স্কাউটিং এর মাধ্যমে এগিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। নীলফামারী জেলা মাধ্যমিক শিক্ষা অফিস সুত্রে জানাজায় ২০২৩ সালে এসএসসি পরিক্ষার ফলাফল অনুয়ায়ী বে-সরকারী শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে নীলফামারী সদর উপজেলায় ২য় স্থানে রয়েছে চড়চড়াবাড়ি স্কুল এন্ড কলেজ।
এবছরে প্রতিষ্ঠানটিতে সর্বমোট ৪৯৮ জন শিক্ষার্থী পাঠদান গ্রহণ করছে,বিগত বছরের রেকর্ড ভেঙে এবার এসএসসি পরীক্ষায় ২২জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়ে উপজেলায় ২য় স্থান লাভ করে।
চড়চড়াবাড়ি স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক এবিএম লুৎফুল কাদের জানান ১৪ জন শিক্ষক ও ৭ জন কর্মচারী নিয়ে আমার বিদ্যালয়টি পরিচালিত হচ্ছে বিগত বছরের রেকর্ড ভেঙে এবার আমাদের এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে ২২ জন শিক্ষার্থী। পাশের হারও বেড়েছে গতবারের তুলনায় এতে অক্লান্ত পরিশ্রম রয়েছে আমার বিদ্যালয়ের শিক্ষক,অভিভাবক ও ম্যানেজিং কমিটির উপজেলায় আমার স্কুল ২য় স্থান পেয়েছে এতে আমি আনন্দিত ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে।
আমরা শিক্ষার্থীদের কাছে নাম মাত্র মাসিক ফি নিয়ে স্কুলটি পরিচালনা করছি,আমাদের বিদ্যালয়টি গ্রাম অঞ্চলে অবস্থিত এখানে অধিকাংশ শিক্ষার্থী নিম্নবিত্ত পরিবারের তাদের কে গুণগত শিক্ষার আলোয় আলোকিত করতে পেরে আমরা আনন্দিত।
তিনি আরও বলেন আমাদের বিদ্যালয়টিতে অনেক দূরদূরান্ত থেকে শিক্ষার্থীরা বাইসাইকেল করে স্কুলে আসে তাদের জন্য একটি সাইকেল স্টান খুব জরুরি প্রয়োজন আমি আপনাদের মাধ্যমে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সংশ্লিষ্ট দপ্তরকে অনুরোধ করবো আমাদের আর্থিকভাবে সাহায্য করার জন্য।
বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি গোলাম মোস্তফা খোকন বলেন আমি সভাপতি হিসেবে নির্বাচিত হয়ে স্কুলটির সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছি আমরা ইতিমধ্যে সম্পূর্ণ বিদ্যালয়টি সিসিটিভির আওতায় নিয়ে এসেছি যা অন্য কোথাও গ্রাম অঞ্চলে চোখে পড়েনা,শিক্ষার্থীদের খেলা ধুলায় যাতে অসুবিধা না হয় সে জন্য নিজ অর্থায়নে বিদ্যালয় মাঠের পুকুর ভরাট করে বাউন্ডারি ওয়াল নির্মান করেছি আমরা।আমরা জেলায় বিদ্যালয়টিকে একটি রোল মডেল হিসেবে গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছি।
নীলফামারী জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার
মোঃ হাফিজুর রহমান বলেন চড়চড়াবাড়ি উচ্চ বিদ্যালয় এবার এসএসসি পরিক্ষায় অনেক ভালো ফলাফল করেছে,অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সহ ম্যানেজিং কমিটিকে আমার ধন্যবাদ এই ধারা অব্যাহত থাকুক এটাই আমার চাওয়া।