মঙ্গলবার, সেপ্টেম্বর ১০, ২০২৪

১০ নাম্বার ওয়ার্ডে ৮৬ লক্ষ টাকা ব্যয়ে সড়ক ও ড্রেন সংস্কার কাজের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: ফরহাদ খোন্দকার

ফেনী পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডে ডা. এস.এম গোলাম কিবরিয়া বাইলেইন সড়ক ও ড্রেন আরসিসি দ্বারা নির্মাণ কাজ শেষে শুভ উদ্বোধন করা হয়েছে। বিকালে আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসার সংলগ্ন স্থানে ফিতা কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী।

এসময় পৌর মেয়র এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, এই ওয়ার্ডটি হচ্ছে ফেনী পৌরসভার মধ্যে সবচেয়ে বেশি জনগুরুত্বপূর্ণ ওয়ার্ড। এ ওয়ার্ডে সকল শ্রেণী-পেশার মানুষ বসবাস করেন। ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর নির্দেশে এই ওয়ার্ডে উন্নয়নের কার্যক্রম অব্যাহত রেখেছি। এই উন্নয়ন অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাকে নৌকা মার্কায় ভোট দিয়ে পুনরায় নির্বাচিত করার জন্য এলাকাবাসী প্রতি উদাত্ত আহ্বান জানান তিনি।

এ সময় মেয়র আরো বলেন, এক সময় সন্ত্রাসের জনপদ ফেনী এখন শান্তির জনপদে পরিণত হয়েছে। যদি বিএনপি আন্দোলনের নামে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে তাহলে আমরা বসে থাকব না। শান্তি বজায় লক্ষ্যে আমরা তা প্রতিহত করবো। সকল দল মত নির্বিশেষে এই শহরের সৌন্দর্য ও উন্নয়নের স্বার্থে সবাইকে কাজ করার আহ্বান জানান মেয়র স্বপন মিয়াজী।

ফেনী পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন সুমন জানান, আজ ফেনী পৌরসভার ১০ নং ওয়ার্ড এ ডা. এস এম গোলাম কিবরিয়া সড়ক ও ড্রেন আরসিসি দ্বারা নির্মাণ কাজ শেষে আজ উদ্বোধন করেছেন আমাদের পৌর মেয়র স্বপন মিয়াজী। সড়কটি ১৫০ মিটার এর ব্যয় ধরা হয়েছে ৩১ লাখ টাকা।

এর আগে দুপুরে ৪৭ লক্ষ টাকা ব্যয়ে আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসার প্রধান গেট ও মাদ্রাসারর প্রবেশের ১৫৫ মিটার সড়ক এবং আরসিসি দ্বারা ড্রেন নির্মান কাজ ভিত্তি প্রস্তর স্থাপন করেন তিনি।

এসময় ফেনী জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ কে বি এম জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আবু তাহের, দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, ১২ নং ওয়ার্ড কাউন্সিলর হারুন-অর রশিদ মজুমদার, ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর খালেদ খান।

ফেনী পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আশ্রাফুল হক ভূঞার সঞ্চালনায় এসময় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মিজান খান, পৌর ছাত্র লীগের সাবেক সভাপতি ইয়াছিন আরাফাত রাজু সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসময় জেলা আওয়ামী লীগের কোষাধক্ষ্য কে বি এম জাহাঙ্গির আলম, ১২ নং ওয়ার্ড কাউন্সিলর হারুন-অর রশিদ মজুমদার, ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর খালেদ খান, ওয়ার্ড আওয়ামী লীগে সভাপতি মিজান খান পৌর আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক আশ্রাফুল হক ভূঁঞা, পৌর ছাত্র লীগের সাবেক সভাপতি ইয়াছিন আরাফাত রাজু সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

সর্বশেষ