মঙ্গলবার, সেপ্টেম্বর ১০, ২০২৪

ফুলছড়িতে গৃহহীনদের ঘর হস্তান্তর উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে ইউএনও’র সংবাদ সম্মেলন

রিপন মিয়া, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধিঃ মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে চর্তুথ পর্যায়ে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন করেছেন, ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো. আনিসুর রহমান। ফুলছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (৮ আগষ্ট) উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রাখেন, ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো. আনিসুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় গাইবান্ধার ফুলছড়ি উপজেলা টাস্কফোর্স কমিটির সভার মাধ্যমে এ পর্যন্ত প্রথম পর্যায়ে ৭৫ টি, দ্বিতীয় পর্যায়ে ৩৬০ টি, তৃতীয় পর্যায়ে ৩৩০ টি, ‘ক’ শ্রেণির ভূমিহীন ও গৃহহীন পরিবারকে গৃহ প্রদান করা হয়েছে। চতুর্থ পর্যায়ে ২৭৩টি ঘরের নির্মাণ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। আগামী বুধবার (৯ আগষ্ট) সারা দেশের ন্যায় ‘ক’ শ্রেণির ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ফুলছড়ি উপজেলায় প্রধানমন্ত্রী চতুর্থ পর্যায়ের ১৪৩ টি পরিবারের নিকট গৃহ হস্তান্তর করবেন এবং একই সাথে উপকারভোগী পরিবারের নিকট জমির কবুলিয়ত, দলিল ও খতিয়ান প্রদান করা হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ফুলছড়ি উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আলাউদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার শহিদুজ্জামান শামীম, উপজেলা প্রকৌশলী (এলজিডি) অফিসার রফিকুল ইসলাম, ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

সর্বশেষ