মঙ্গলবার, সেপ্টেম্বর ১০, ২০২৪

ঝালকাঠিতে বিএনপির জনসমাবেশ

গত শনিবার ঢাকার প্রবেশপথে বিএনপির শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে ‘পুলিশ এবং ক্ষমতাসীনদের হামলা, নির্যাতন ও গণহারে গ্রেপ্তারের’ প্রতিবাদে জনসমাবেশ করেছে ঝালকাঠি জেলা বিএনপি।

সোমবার(৩১ জুলাই) বিকেলে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জনসমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপি’র আহবায়ক অ্যাডভোকেট. মোঃ সৈয়দ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট. মোঃ শাহাদাৎ হোসেন, ঝালকাঠি পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট. নাসিমুল হাসান, সদর উপজেলা বিএনপি সভাপতি প্রফেসর এজাজ হাসান,নলছিটি উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. আনিসুর রহমান হেলাল, নলছিটি পৌর বিএনপির সভাপতি মোঃ মজিবুর রহমান, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অ্যাড. মিজানুর রহমান মুবিন, সদর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ খোকন মল্লিক, ঝালকাঠি পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান তাপু, নলছিটি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সেলিম গাজী,নলছিটি পৌর বিএনপির সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন ,জেলা যুবদলের আহবায়ক মোঃ শামিম তালুকদার, সদস্য সচিব মোঃ আনিসুর রহমান খান, জেলা শ্রমিক দলের সভাপতি মোঃ টিপু সুলতান, জেলা কৃষক দলের সভাপতি মোঃ তকদির হোসেন, জেলা তাঁতী দলের সভাপতি মোঃ বাচ্চু হাসান খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সরদার মোঃ সাফায়েত হোসেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ গিয়াস সরদার দিপু, নলছিটি উপজেলা ছাত্রদলের আহবায়ক সাইদুল কবির রানা, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ মুবিনুল ইসলাম প্রমুখ।

জনসমাবেশে ২৯ জুলাই ঢাকায় শান্তি পূর্ন অবস্থান কর্মসূচিতে পুলিশ এবং পুলিশের ছত্রছায়ায় আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের নগ্ন হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। নেতৃবৃন্দ সরকারের গুম, খুন নির্যাতন এবং মিছিল মিটিং এ গুলি করে হত্যা করে আন্দোলন দমানো যাবে না বলে হুশিয়ারি প্রদান করেন। বাংলাদেশের মাটিতে প্রত্যেকটি, নির্যাতন, নিপিরন, হামলা গুম খুন হত্যার বিচার করা হবে। একদলীয় বাকশাল কায়েম করার যে নীল নকশা তৈরি করা হয়েছে তা ভেঙ্গে গুড়িয়ে দিয়ে জনগণের শাসন প্রতিষ্ঠা করার কথা বলেন। আন্দোলন কারীদের রক্ত বৃথা যাবে না, শেখ হাসিনার পতন ঘটিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচন দিতে বাদ্য করার কথা বলেন।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

সর্বশেষ