শুক্রবার, সেপ্টেম্বর ১৩, ২০২৪

গৌরীপুরে আ.লীগ নেতা শরীফ হাসান অণু’র শান্তি সমাবেশ

হলি সিয়াম শ্রাবণ, নিজস্ব প্রতিবেদক: জামায়াত-বিএনপি’র নৈরাজ্যের বিরুদ্ধে ময়মনসিংহের গৌরীপুরে আঞ্চলিক শান্তি সমাবেশ করেন জেলা আওয়ামী লীগ নেতা এমপি মনোনয়ন প্রত্যাশী মোঃ শরীফ হাসান অণু।

শুক্রবার (২৮ জুলাই) বিকেলে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের পাশে গাজীপুর বাসস্ট্যান্ড এলাকায় উপজেলার রামগোপালপুর, ডৌহাখলা ও ভাংনামারী ইউনিয়নের আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীদের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।

এ সমাবেশে জামায়াত-বিএনপি’র নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহবানের পাশাপাশি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন আওয়ামী লীগের দুঃসময়ের এই ত্যাগী নেতা।

ডৌহাখলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ কাজিম উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ ইকরাম হোসেন খান মামুনের সঞ্চালনায় এ সমাবেশে অন্যদের মাঝে বক্তব্য দেন- উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহাম্মদ, জেলা আওয়ামী লীগ নেত্রী লাকী আক্তার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রতন সরকার, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তাজ উদ্দিন রানা, ইউপি চেয়ারম্যান এম এ কাইয়ূম, আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম, নূর আলী, আবুল কালাম, রমজান আলী মুক্তি, মোসলেম উদ্দিন, তারা মিয়া, লিটন মন্ডল, সাবেক ছাত্রলীগ নেতা হারুন অর রশিদ পবিত্র, সানাউল হক হীরা, মামুনসহ আরও অনেকেই।

 

টিএমবি/এইচ

 

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

সর্বশেষ