শনিবার, সেপ্টেম্বর ৩০, ২০২৩

ডিমলায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

যা যা মিস করেছেন

রুহুল আমিন,ডিমলা(নীলফামারী)

নীলফামারীর ডিমলায় বৃহস্পতিবার (২৭-জুলাই) রাত আনুমানিক ১১ টায় গলায় ফাঁস দিয়ে ময়না বেগম (২১) নামের এক গৃহবধূর আত্মহত্যার খবর পাওয়া গেছে।
ময়না বেগম উপজেলার পূর্বছাতনাই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা জামির হোসেনের ছেলে আতিক হাসান (২৫) এর স্ত্রী।

সুত্রে জানা গেছে, নীলফামারী সদর পলাশবাড়ীর বাসিন্দা আব্দুল খালেক মেয়ে ময়নার সাথে আতিক হাসানের গত ১১ মাস পূর্বে বিয়ে হয়।

গৃহবধূর আত্মহত্যার সংবাদ পেয়ে রাতেই ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) লাইছুর রহমান ও পূর্বছাতনাই ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ খান ঘটনাস্থল পরিদর্শন করছেন বলে নিশ্চিত করেছেন ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য জাহিদুল ইসলাম।

পরে ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) লাইছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই গৃহবধূর আত্মহত্যার ব্যাপারে তার বাবা এবং স্বামীর পরিবারের কোন অভিযোগ না থাকায় ইউপি চেয়ারম্যানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের মাঝে হস্তান্তর করা হয়েছে। এব্যারে মৃতার বড় ভাই জহুরুল ইসলাম ডিমলা থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন যার মামলা নং ১৫।

More articles

সর্বশেষ