ওয়ানডে সিরিজের ব্যর্থতার পর টি-টোয়েন্টিতে আফগানদের হোয়াইটওয়াশ বাংলাদেশের। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টিতে দুই উইকেটে জিতেছিল টাইগাররা। সেই একই মাঠে রবিবার টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৬ উইকেটে জয় পেয়েছে বাংলাদেশ।
বৃষ্টি বিঘ্নিত ১৭ ওভারের ম্যাচে বাংলাদেশের লক্ষ্য ছিল ১১৯। জবাবে ব্যাট করতে নেমে ৫ বল ও ৬ উইকেট বাকি থাকতেই জয় তুলে নেয় টাইগাররা।
এর আগে টস জিতে আফগানিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ দলের অধিনায়ক। প্রথমে ব্যাট করে বাংলাদেশকে ১১৯ রানের টার্গেট দেয় আফগানিস্তান। বৃষ্টির কারণে নির্ধারিত ২০ ওভারের পরিবর্তে ১৭ ওভারের খেলা অনুষ্ঠিত হয়।
নির্ধারিত ১৭ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৬ রান করে সফরকারী আফগানিস্তান। তবে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে বাংলাদেশকে জিততে করতে হয় ১১৯ রান। বাংলাদেশের পক্ষে ৩ উইকেট তুলে নেন তাসকিন।
ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের দলীয় ৬৭ রানে প্রথম উইকেটের হারায় বাংলাদেশ। লিটনের পর দলীয় ৬৮ রানে চলে যান আফিফ। শেষ পর্যন্ত ৪ উইকেট হারিয়ে ১৬.১ ওভারে জয় নিশ্চিত করে বাংলাদেশ।