হযরত আলী,লালমনিরহাট প্রতিনিধিঃ
পরিবেশের ভারসাম্য রক্ষায় লালমনিরহাটের হাতীবান্ধায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি এর উদ্যোগে ফলজ ও ঔষধি গাছের চারা রোপণের শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার(১০ জুলাই)দুপুরে উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের প্রন্নাথ পাটিকাপাড়া এলাকার রাস্তার দুই ধারে প্রায় এক হাজার ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। এই শুভ উদ্বোধন করেন হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজির হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, ডাউয়াবাড়ী ইউপি চেয়ারম্যান এ্যাডঃ মশিউর রহমান, হাতীবান্ধা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি শাখা ব্যবস্থাপক আহসানুজ্জামানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
হাতীবান্ধা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি শাখা ব্যবস্থাপক আহসানুজ্জামান বলেন, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি সামাজিক দায়িত্বের অংশ হিসাবে কৃষি খাতে সহায়তা প্রদান মূলক প্রকল্প ‘ভরসার নতুন জানালা’ বাস্তবায়নের অংশ হিসাবে হাতীবান্ধা উপজেলায় এক হাজার গাছ রোপণ করা হবে।